তারস্বরে মিউজিক বাজাচ্ছিলেন প্রতিবেশী। আওয়াজে কান ঝালাপালা হয়ে গিয়েছিল অন্তঃসত্ত্বা মহিলার। বলেছিলেন, আওয়াজ কমাতে। তাতেই ভয়ঙ্কর পরিণতি। রেগে আগুন প্রতিবেশী গুলি চালিয়ে দেন ওই অন্তঃসত্ত্বাকে। ঘটনাটি ঘটেছে দিল্লির সময়পুর বদলি এলাকায়।
রবিবার রাতে ঘটনাটি ঘটে রাজধানী দিল্লিতে। ঘটনাস্থলে পৌঁছয় রাজধানীর পুলিশ। আহত ৩০ বছরের মহিলাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর কাঁধে চোট লেগেছে। চিকিৎসার সময় নষ্ট হয়ে গিয়েছে তাঁর ভ্রূণ।
ইতিমধ্যেই অভিযুক্ত প্রতিবেশী হরিশকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর বন্দুকের লাইসেন্স ছিল না। বন্দুকটি নিয়েছিলেন অমিত নামে এক ব্যক্তির থেকে। তাঁকেও গ্রেফতার করেছে পুলিশ। সেলিব্রেশনের জন্য গুলি ছোড়া হয়েছে নাকি অন্তঃসত্ত্বাকে গুলি করার উদ্দেশ ছিল তা খতিয়ে দেখা হচ্ছে।