সায়গল হোসেনকে দিল্লি নিয়ে যাওয়ার সবুজ সঙ্কেত পেল ইডি। সোমবার গরুপাচার মামলায় এই অনুমতি দেয় দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট। ফলে অনুব্রত মন্ডলের ব্যক্তিগত রক্ষীকে দিল্লি নিয়ে গিয়ে তদন্তের পক্ষে আর কোনও বাধা রইল না ইডির। এই সায়গলকে জেরা করেই গরুপাচার মামলায় বহু অজানা তথ্য মিলবে বলেই মত তদন্তকারীদের।
অন্যদিকে, একই মামলায় অনুব্রত-কন্যাকেও দিল্লিতে তলব করেছে ইডি। সূত্রের খবর, গরুপাচার মামলায় ২৭ অক্টোবর দিল্লির ইডি দফতরে সুকন্যাকে হাজিরা দিতে বলা হয়েছে। সায়গল ও সুকন্যাকে আগামীতে কড়া জেরার মুখে পড়তে হবে বলেই মত রাজনৈতিক মহলের। সেক্ষেত্রে তাঁরা আগামীতে কী পদক্ষেপ নেন, এখান সেটাই দেখার।
আরও পড়ুন- Sukanya Mondal: গরুপাচার মামলায় অনুব্রত কন্যা সুকন্যাকে দিল্লিতে তলব ইডির