বাড়ির বউ কাজ করুক, তা চান না শ্বশুর। তিনি পুত্রবধূর চাকরি করার ঘোর বিরোধী। কিন্তু শ্বশুরের আপত্তি উড়িয়ে চাকরি পেতে মরিয়া ওই বধূ। আর সেই চাকরির ইন্টারভিউ দিতে যাওয়ার 'অপরাধে' সোশ্যাল মিডিয়ায় একটি ভাইরাল ভিডিয়োতে দিল্লির ২৬ বছরের মহিলার হাল দেখে আঁতকে উঠছে নেটিজেনরা। ভিডিয়োতে দেখা যাচ্ছে, বাড়ির সামনে ওই মহিলাকে ইট দিয়ে মারছেন তাঁর শ্বশুর। প্রাণে বাঁচলেও ২৬ বছরের তরুণীর মাথায় ১৭টি সেলাই পড়েছে। আপাতত হাসপাতালে চিকিৎসাধীন তিনি। দিল্লির প্রেমনগর এলাকার সিসিটিভিতে ধরা পড়েছে ভয়ঙ্কর ঘটনাটি।
অভিযোগ, চাকরির ইন্টারভিউ দিতে যাওয়ার সময় পুত্রবধূর রাস্তা আটকান অভিযুক্ত প্রৌঢ়। দুজনের মধ্য়ে বাকবিতণ্ডা শুরু হয়। সেখান থেকে সরে যাওয়ার চেষ্টা করতেই তাঁর মাথায় ইট দিয়ে বেশ কয়েকবার আঘাত করেন । তরুণীর মাথা থেকে গলগল করে রক্ত বেরতে শুরু করলেও থামেননি প্রৌঢ়।