কিছুটা স্বস্তিতে বীরভূমের একসময়ের এই দাপুটে নেতা অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। গরু পাচার কাণ্ডে অনুব্রতকে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিল না দিল্লির রাউস এভিনিউ আদালত (Delhi Court)। বৃহস্পতিবার, সিবিআইয়ের (CBI) আবেদন খারিজ করল আদালত।
গরুপাচার কাণ্ডের তদন্ত করতে গিয়ে ধৃত অনুব্রত মণ্ডলের কয়েকশো কোটি টাকার অবৈধ সম্পত্তির হদিশ পেয়েছিল কেন্দ্রীয় তদন্তকারীরা।
আরও পড়ুন- শেষ মুহূর্তের প্রস্তুতি দেখতে ধর্মতলায় মমতা বন্দ্যোপাধ্যায়, গান শুনলেন যুব নেতাদের
সূত্রের খবর, সম্প্রতি আরও কিছু বেআইনি সম্পত্তির হদিশ মিলেছে। সেই সূত্র ধরেই অনুব্রতকে তিহাড়ে গিয়ে জেরা করতে চেয়েছিলেন গোয়েন্দারা। কিন্তু, সিবিআইয়ের সেই আর্জি নাকচ করে দিল আদালত।