রবিবার পটনায় (Patna Demolition Drive) উচ্ছেদ অভিযান ঘিরে খণ্ডযুদ্ধ বাধল পুলিশের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের। বিক্ষোভকারীদের ছোড়া ঢিলে জখম হয়েছেন পুলিশ সুপার সহ একাধিক পুলিশকর্মী।
এদিন পটনার নেপালি নগর এলাকায় পুলিশ নিয়ে প্রশাসন উচ্ছেদন অভিযানে নামে। সূত্রের খবর, ওই এলাকায় ৭০টি বাড়ি বেআইনি ভাবে নির্মিত হয়েছিল। সেগুলি ভাঙার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। এক মাস আগে প্রশাসনের তরফে উচ্ছেদের নোটিশ জারি করা হয়েছিল।
এদিন উচ্ছেদ অভিযানের জন্য ১৪টি বুলডোজার আনা হয়। মোতায়েন করা হয় দু’হাজার পুলিশকর্মী। অভিযান শুরু হলে বাধা দেন স্থানীয় বাসিন্দারা। পুলিশের সঙ্গে তাদের খণ্ডযুদ্ধ বেধে যায়। পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়ে ক্ষিপ্ত জনতা। এর জেরে জখম হয়েছেন পুলিশ সুপার একাধিক পুলিশকর্মী। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ।