জোশীমঠে ফাটল (Joshimath Crack) নিয়ে উদ্বেগ বাড়ছিল। এবার প্রবল তুষারপাত শুরু হয়েছে হিমালয়ের এই ছোট জনপদে। যার ফলে নয়া বিপদের আশঙ্কায় স্থানীয় বাসিন্দারা।
প্রশাসনের পক্ষ থেকে বিপদগ্রস্ত এলাকাগুলি থেকে স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়। পুনর্বাসনও দেওয়া হয়। তবু জোশীমঠে এখনও ৬০০টি বাড়িতে বেশ কিছু বাসিন্দা রয়ে গিয়েছে। তাদের বাড়িতে অল্প ফাটল ধরায় অন্যত্র যেতে চাননি তাঁরা। কিন্তু তুষারপাত ও বৃষ্টির ফলে ফাটল বাড়তে পারে। নতুন করে ভূমিধসও (Land Slide) নামতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।
আরও পড়ুন: বনেটে ঝুলছে যুবক, কয়েক কিলোমিটার ছুটল গাড়ি, বেঙ্গালুরুতে গ্রেফতার তরুণী
জোশীমঠ সংঘর্ষ বাঁচাও কমিটির আহ্বায়ক অতুল সতি জানিয়েছে, প্রশাসনের পক্ষ থেকে ৬০০টি বাড়িকে এখনও বিপদ সংকুল বলে ঘোষণা করা হয়নি। তিনি আশঙ্কা করছেন, ওই বাড়ির বাসিন্দারা এবার নতুন বিপদের মুখোমুখি হবেন।