এর আগে দিল্লি মেট্রোতে অন্তরবাস পরে উঠে বেজায় ট্রোল হতে হয়েছিল এক মহিলা যাত্রীকে। তবে এবার দুই যুবকের পোশাক আলোচনার কেন্দ্রবিন্দুতে। ডেনিম স্কার্টের সঙ্গে টিশার্ট পরে দিল্লি মেট্রোতে তাক লাগালেন তাঁরা। তাঁদের হাঁটা চলাতেও স্পষ্ট কনফিডেন্সের ছাপ।স্টেরিওটাইপ ভাঙার উদ্যোগ নেওয়ার জন্য অনেকে এই জুটিকে সাধুবাদ জানিয়েছেন।
New Web Series: পর্দায় বল্লভপুরের জুটি, নতুন ওয়েব সিরিজ়ে সত্যম এবং দেবরাজ
তাঁরা হেঁটে যেতেই মানুষের যা প্রতিক্রিয় ভিডিয়োতে তুলে ধরা হয়েছে সেসবও। পোশাকের সঙ্গে লিঙ্গের যোগ নেই একথা ডিজাইনারা আগেই বলেছেন, কিন্তু সমাজের দৃষ্টিভঙ্গি বদলাতে যে ঢের দেরি সেকথা ভেবেই ক্রিয়েটররা একের পর এক চেষ্টা চালিয়ে যাচ্ছেন।