চেন্নাই-এ তরুণ দম্পতির ভাড়া ঘরে গোপন ক্যামেরা লাগিয়ে তরুণীর ব্যক্তিগত মুহূর্তের ভিডিও রেকর্ড করার অভিযোগে গ্রেফতার ডেন্টাল ছাত্র। অভিযুক্তের বাড়িতে বছর খানেক হল ভাড়ায় থাকছিলেন দম্পতি।
৩০ জানুয়ারি তরুণী খেয়াল করেন ঘরের মধ্যে রহস্যময় লাল আলো। তরুণীর স্বামী পেনের মোড়কে থাকা ভিডিও ক্যামেরার রেকর্ডিং খতিয়ে দেখেন বেশ কিছু গোপন মুহূর্তের ছবি রেকর্ড করা হয়েছে।
এরপর স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেন দম্পতি। পুলিশের দাবি, বাড়ির মালিকের ছেলে ইব্রাহিমই তরুণীর ঘরে ওই পেন ক্যামেরা লাগিয়েছিল। ইব্রাহিমকে গ্রেফতার করা হয়েছে।