মাঝ আকাশে প্রস্রাব-কাণ্ড কিছুতেই পিছু ছাড়ছে না এয়ার ইন্ডিয়ার। এবার সংস্থাকে ৩০ লাখ টাকা জরিমানা করল ডিরেক্টরেট জেরানেল অফ সিভিল অ্যাভিয়েশন। অভিযোগ, গোটা ঘটনা জেনেও, তা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল এয়ার ইন্ডিয়া। একইসঙ্গে ওই বিমানের পাইলটের লাইসেন্সও সাসপেন্ড করা হয়েছে। বিমান আইনের ১৪১ নম্বর ধারা লঙ্ঘনের জন্য তিন মাসের জন্য নির্বাসিত তিনি। শুধু পাইলট নন, পরিবেষার জন্য যে কর্মীরা ছিলেন, তাঁদের ডিরেক্টরকেও তিন লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। নিজের কাজ ঠিক ভাবে করতে পারার অভিযোগে তাঁকে জরিমানা করা হয়েছে।
গত বছরের ২৬ নভেম্বরের এই ঘটনার রেশ এখনও চলছে। এই ঘটনায় মহিলার অভিযোগ ভিত্তিতে সহযাত্রী শঙ্কর মিশ্রকে গ্রেফতার করা হয়েছে। ওই মহিলার অভিযোগেই উঠে এসেছিল, গোটা ঘটনাকে ধামাচাপা দিতে চেয়েছিল এয়ার ইন্ডিয়া। নিউইয়র্কের বিমানের এই ঘটনায় নড়ে বসেছিল কেন্দ্র। আলাদা করে দিল্লি পুলিশকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল। সেই তদন্তে নেমেই বেঙ্গালুরু থেকে শঙ্করকে গ্রেফতার করা হয়েছিল।
মুখ পুড়েছে বুঝতে পেরে টাটার তরফ থেকেও এই ঘটনায় ক্ষমা চাওয়া হয়েছিল। স্বীকার করা হয়েছিল, গোটা ঘটনায় তাদের কর্মীদের গাফিলতি ছিল। তারপরে সরকারি জরিমানা এড়ানো গেল না।