বড়সড় জরিমানার মুখে পড়তে হল বেসরকারি বিমান পরিবহন সংস্থা ইন্ডিগোকে। তাদের ৩০ লক্ষ টাকা জরিমানা করেছে বিমান চলাচল নিয়ামক সংস্থা ডিজিসিএ। পরিচালনা পদ্ধতি এবং ইঞ্জিয়ারিং বিষয়ক খুঁটিনাটি নথি সংরক্ষণ না করার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।
জানা গিয়েছে, বিভিন্ন তথ্য জানার জন্য একটি অডিট করেছিল ডিজিসিএ। এবং সেই রিপোর্টের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জরিমানার পাশাপাশি প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে আরও একবার জরিমানার মুখে পড়তে হয়েছিল ইন্ডিগোকে। ২০২২ সালে বিশেষ চাহিদাসম্পন্ন এক শিশুকে বিমানে উঠতে না দেওয়ার অভিযোগ ওঠে কর্তৃপক্ষের বিরুদ্ধে। ওই ঘটনার শাস্তিস্বরূপ ৫ লাখ টাকা জরিমানা করা হয়।
বেসরকারি বিমান পরিবহন সংস্থারগুলির মধ্যে তালিকার উপরের দিকেই রয়েছে ইন্ডিগো। প্রতিদিন প্রায় কয়েক হাজার যাত্রী পরিবহন করে এই সংস্থার বিমানে।