বিমানের ককপিটে আমোদ-উল্লাস। মাঝ আকাশে বান্ধবীকে নিয়ে মোচ্ছব করার জেরে শিরোনামে এয়ার ইন্ডিয়া।
জানা গিয়েছে, শৃঙ্খলা ভঙ্গের দায়ে এই ঘটনায় ইতিমধ্যেই এয়ার ইন্ডিয়ার সিইও ক্যাম্বেল উইলসন এবং তাঁর নিরাপত্তা বিষয়ক আধিকারিককে নোটিস দিয়েছে ভারতের অসামরিক বিমান পরিবহণের নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ।
গত ২১ এপ্রিল এই নোটিস জারি করা হয়েছে। পরবর্তী ১৫ দিনের মধ্যে জবাব তলব করা হয়েছে। যদিও এই বিষয়ে বিমান সংস্থার এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এক জাতীয় সংবাদমাধ্যমের সূত্র অনুযায়ী, বিমানের এক কর্মী পাইলটের বিরুদ্ধে অভিযোগ করে জানান, ককপিটে যাত্রীদের ঢোকার অনুমতি না থাকলেও, নিয়ম ভঙ্গ করে গত ২৭ ফেব্রুয়ারি পাইলট তাঁর বান্ধবীকে ককপিটে ঢোকার অনুমতি দেন।
এমনকি বিমানকর্মীদের বলা হয়, বান্ধবীকে স্বাগত জানানোর জন্য ককপিটে মদ, খাবার দেওয়ারও নাকি নির্দেশ দেওয়া হয়। যা নিয়ে হইচই পড়ে যায়।