লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল নিয়ে চিন ও ভারতের মধ্যে বিতর্কের বরফ কিছুটা গলল। আগামী সোমবারের মধ্যে গোগরা হটস্প্রিং এলাকার সীমান্ত থেকে ভারত এবং চিন তাদের সেনা প্রত্যাহার করবে বলে জানা গিয়েছে। গতকালকে এই সংক্রান্ত সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার পর শুক্রবার সকাল থেকে এই অঞ্চলে সেনা প্রত্যাহারের কাজ শুরু হয়।
উল্লেখ্য, বৃহস্পতিবারই জানা যায়, ভারত ও চিন উভয়পক্ষই পূর্ব লাদাখের গোগরা উষ্ণ প্রস্রবণ এলাকা থেকে বাহিনী প্রত্যাহারে সম্মত হয়েছে।
সরকারি সূত্রের খবর, প্রকৃত নিয়ন্ত্রণরেখায় (এলএসি) উত্তেজনা কমানোর লক্ষ্যে ‘মুখোমুখি অবস্থান থেকে সেনা পিছনো’ (ডিসএনগেজমেন্ট) এবং ‘সেনা সংখ্যা কমানো’ (ডিএসকালেশন)-এর বিষয় নিয়ে ভারতীয় সেনা এবং চিনা পিপলস লিবারেশন আর্মি (পিএলএ)-র কোর কমান্ডার স্তরের পরবর্তী বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে।
দুই দেশের ১৬ তম বৈঠকে সেনা প্রত্যাহার সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয় বলে যৌথ বিবৃতিতে জানানো হয়েছে। এই সিদ্ধান্তের ফলে, চিন সেনা ২০২০-এর আগের অবস্থানে ফিরে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে সেনা সূত্রে জানা গিয়েছে।
তবে গোগরা উষ্ণ প্রস্রবণ এলাকা থেকে চিন সেনা সরাতে রাজি হলেও, প্যাংগং হ্রদের উত্তর এবং দক্ষিণ প্রান্ত নিয়ে এখনও জট খোলা বাকি। লাদাখের বেশ কিছু এলাকায় এখনও চিনা বাহিনীর উপস্থিতি চোখে পড়ার মতো। আগামী দিনে তাই দুই দেশের মধ্যে আলোচনা চলবে বলে মনে করা হচ্ছে।