অযোধ্যায় রামমন্দির উদ্বোধনের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। ১৬ থেকে ২১ জানুয়ারি পর্যন্ত নানা আচার অনুষ্ঠানে যোগ দিতে সারা দেশ থেকে ভক্ত সমাগম হবে অযোধ্যায়। চরম এই ব্যস্ততার মধ্যেও অযোধ্যাকে দূষণমুক্ত করে তুলতে বদ্ধপরিকর শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট।
বিশাল এই কর্মকাণ্ডের মাঝেও অযোধ্যাকে প্লাস্টিকমুক্ত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অথচ ভক্তদের প্রসাদ, ভোগ বিতরণের জন্য দরকার লক্ষ লক্ষ থালা বাটি। পরিবেশবান্ধব, ডিসপোসেবল থালা বাটির ব্যবস্থা করা হচ্ছে। সেই লক্ষ্যে থালার বরাত দেওয়া হয়েছে পাক্কা লিমিটেড নামের এক সংস্থাকে। ওই সংস্থার লক্ষ্য টেকসই উন্নয়ন, অর্থাৎ পরিবেশকে দূষণমুক্ত রেখে সার্বিক উন্নয়ন।
রাম মন্দির উদ্বোধনের যাবতীয় আচার অনুষ্ঠানের কথা মাথায় রেখে ১০ লক্ষ ডিসপোসেবল থালার বরাত দেওয়া হয়েছে পাক্কা লিমিটেডকে। স্বাভাবিক ভাবেই, চরম ব্যস্ততার সঙ্গে পাক্কার কারখানায় কাজও হচ্ছে উদয়াস্ত।