শ্রদ্ধা ওয়ালকার হত্যাকাণ্ডে প্রকাশ্যে মৃতার ডিএনএ রিপোর্ট। দিল্লির জঙ্গল থেকে উদ্ধার হওয়া দেহের অংশাবশেষের ডিএনএ-র সঙ্গে শ্রদ্ধার বাবার ডিএনএ-র মিল পাওয়া গিয়েছে বলে জানিয়েছে ফরেনসিক দল।
পুলিশি জেরায় শ্রদ্ধা ওয়ালকার হত্যার মূল অভিযুক্ত আফতাব আগেই স্বীকার করেছে লিভ-ইন সঙ্গী শ্রদ্ধা ওয়ালকারকে খুন করে দেহ ৩৫ টুকরো করে সে। খুনের পর ১৮ দিন নিজের ঘরের ফ্রিজেই রাখা ছিল প্রেমিকার দেহের সব টুকরো। তারপর দিল্লির নানা প্রান্তে ছড়িয়ে দেওয়া হয় সেসব।
ইতিমধ্যে দিল্লির এই হাড় হিম করা ঘটনায় রাজনীতির রং লেগেছে। অমিত শাহ ঘটনায় দোষীর কড়া এবং দ্রুত শাস্তির আশ্বাস দিয়েছেন, অন্যদিকে সিপিআইএম এর দাবি, এই হত্যার ঘটনাকে সাম্প্রদায়িক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে।