পুরীর (Puri) জগন্নাথ মন্দিরের (Jagannath Temple) রত্নভাণ্ডার কত জানেন ? শীত-গ্রীষ্ম-বর্ষা -- বাঙালির সবসময়ের পছন্দের ওড়িশার এই সমুদ্র শহর। আর শহরের আসা মানে জগন্নাথ দেবকে দর্শন করা চাই। অনেকেই মন্দির ঘুরে প্রশ্ন করেন, প্রাচীন এই মন্দিরের প্রাচুর্য সম্পর্কে।
সম্প্রতি ওড়িশা হাই কোর্টে (Odisha High Court) একটি হলফনামা জমা পড়েছে। আদালতকে সেই হলফনামা দিয়েছে মন্দির কর্তৃপক্ষ। দক্ষিণের তিরুপতির মতোই পুরীর জগন্নাথ দেবের মন্দিরের রত্নভাণ্ডার নিয়ে আম নাগরিকে কৌতুহল অনেক। সেই কৌতুহল খানিকটা কাটতে পারে এই হলফনামার দাবিতে।
আরও পড়ুন : ব্রিটিশ শাসন থেকে দাবা খেলা, কী কী ঘটেছিল আজকের দিনে ?
আদালতকে দেওয়া হলফনামায় দাবি করা হয়েছে, জগন্নাথ দেবের মন্দিরের রত্নভাণ্ডারে মোট সোনা আছে প্রায় ১৫০ কেজি। আর রূপো রয়েছে প্রায় ১৮৪ কেজি। তিনটি ভাগে ভাগ করা এই রত্নভাণ্ডার। একটি দৈনিক ব্যবহারের জন্য। দ্বিতীয়টি বিশেষ দিনের জন্য। আর তৃতীয়টি কখনই ব্যবহার করা হয় না।
১৯৭৮ সালে শেষবার খোলা হয় রত্নভাণ্ডার। সেইসময়ের গণনার ভিত্তিতেই আদালতকে এই তথ্য দেওয়া হয়েছে। নতুন করে এই রত্নভাণ্ডার খোলার দাবি তুলেছিলেন পুরীর গজপতি মহারাজা দিব্যসিং দেব। এছাড়া এই দাবি জানিয়েছিল বেশ কয়েকটি রাজনৈতিক দল। ১৪ অগস্ট এই মামলার পরবর্তী শুনানি রয়েছে।