চিকিৎসকদের গাফিলতিতে সন্তান হারালেন মা। সোমবার সরকারি হাসপাতালের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তরপ্রদেশের ফিরোজাবাদে। পরিবারের অভিযোগ, ওই প্রসূতি এইচআইভি পজিটিভ হওয়ায় তাঁকে স্পর্শ করতে অস্বীকার করেন কর্তব্যরত চিকিৎসকরা। দীর্ঘক্ষণ বিনা চিকিৎসায় পড়ে থাকার পর হাসপাতাল সুপারের হস্তক্ষেপে প্রসূতির অস্ত্রপচার হলেও শেষরক্ষা হয়নি। জন্মের কয়েক ঘণ্টার মধ্যেই মারা যায় সদ্যোজাত।
সোমবার দুপুরে ওই সন্তানসম্ভবাকে হাসপাতালে নিয়ে যান পরিবারের লোকেরা। প্রথমে এক বেসরকারি নার্সিংহোমে নিয়ে গেলেও প্রচুর টাকা চাওয়া হয় বলে অভিযোগ। সামর্থ্যে না কুলোনোয় তাঁরা ওই তরুণীকে নিয়ে যান সরকারি হাসপাতালে। হাসপাতালে ছ’ঘণ্টা ধরে বিনা চিকিৎসায় পড়ে থাকার পর পরিবারের লোকেরা হাসপাতালের সুপারকে ডেকে নিয়ে আসেন। তাঁর হস্তক্ষেপেই রাত সাড়ে ন’টা নাগাদ অস্ত্রোপচার হয় ওই তরুণীর।
যদিও প্রসূতির পরিবারের এই অভিযোগ উড়িয়ে দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। ভারপ্রাপ্ত সুপার সঙ্গীতা আনেজা জানান, তাঁরা জানতেন না ওই মহিলা এডস আক্রান্ত। ফলে একজন সাধারণ রোগীর মতোই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। যদিও গাফিলতির অভিযোগে একটি তদন্ত কমিটি গড়া হয়েছে বলেও জানান হাসপাতাল সুপার।