হুইস্কির ক্লাসে চুমুক দিচ্ছে কুকুরছানা। আর সেই ভিডিয়ো ভাইরাল নেট পাড়ায়। যা দেখে নিন্দার ঝড় শুরু হয়েছে। অমানবিক ঘটনাটি ঘটেছে রাজস্থানের সাওয়াই মাধোপুরে।
ওই ব্যক্তি কেন কুকুরছানাকে হুইস্কি পান করিয়েছেন সেই উত্তর এখনও পাওয়া যায়নি। অভিযুক্ত ওই ব্যক্তি 'শের বড়দা' নামে পরিচিত। তাঁর বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ করার কথাও জানিয়েছে রাজস্থান পুলিশ।
ভাইরাল ওই ভিডিয়োতে দেখা গিয়েছে, পিকনিকে মজা করে এক ব্যক্তি কুকুরকে প্লাস্টিকের গ্লাস থেকে হুইস্কি পান করাচ্ছেন। ওই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে নিন্দার ঝড়।
ওই ভিডিয়ো টুইটারে আপলোড করে রাজস্থান পুলিশকে ট্যাগ করেছেন অনেকে। ক্যাপশনে লিখেছেন, হুইস্কি পান করার পর কুকুরছানাটি মারা যেতে পারে। যারা এই কাজের সঙ্গে যুক্ত তাঁরা অমানবিক। ওই ব্যক্তির শাস্তি পাওয়া উচিত।
আরও পড়ুন - কুয়াশায় সংকটে ভারতীয় রেল, ক্ষতিপূরণ দিতে হল কোটি টাকা
গবেষণা অনুযায়ী, কুকুরের লিভারের জন্য ক্ষতিকারক অ্যালকোহল। কুকুরের শরীরে অ্যালকোহল গেলে তা বিষক্রিয়া তৈরি করে। শুধু তাই নয় কুকুরের শ্বাস-প্রশ্বাসের মাত্রা কমিয়ে দেয় এবং কুকুরটি মারাও যেতে পারে। যদিও এই ঘটনার পরেও কুকুরটি সুস্থ রয়েছে বলেই জানা গিয়েছে।