মাত্র ২০ মিনিটেই ক্রেতার দোরগোড়ায় পৌঁছে যাবে পিৎজা! এ কথাই জানাল পিৎজ়া প্রস্তুতকারী সংস্থা ‘ডোমিনোজ’। এর আগে মাত্র ৩০ মিনিটে ক্রেতাদের কাছে খাবার পৌঁছে দেওয়ার কথা জানিয়েছিল এই সংস্থা। কিন্তু, প্রবল চাহিদার কথা মাথায় রেখে ওই সময়টুকুও আর খরচ করতে চাইছেন না সংস্থার কর্তারা। আরে, সেই কারণেই মাত্র ২০ মিনিটের মধ্যেই খাবার পৌঁছে দেওয়ার এই অভিনব অঙ্গীকার। দেশের মোট ২০-টি জোনে প্রাথমিকভাবে এই পরিষেবা চালু করা হল। কোন কোন শহরে ২০ মিনিটে ডেলিভারির ব্যবস্থা আনা হচ্ছে, তা যদিও জানায়নি ডোমিনোজ।
তবে, ওয়াকিবলাহমহলের মতে, মুম্বাই, দিল্লি, বেঙ্গালুরু, চেন্নাই, কলকাতা সহ দেশের একাধিক বড় শহরেই মিলবে এই পরিষেবা।
উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্রের পর ভারতেই সবচেয়ে বেশি ব্যবসা করে ডোমিনোজ। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, দ্রুত খাবার ডেলিভারি দেওয়া হচ্ছে মানেই যে খাবারের গুণগত মান কমে যাবে, তা নয়। বরং খাবারের মান বজায় রাখা এবং ডেলিভরির কাজে যুক্ত বাইক আরোহীদের সুরক্ষা নিশ্চিত করে তবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই সিদ্ধান্তে সিলমোহর দিয়েছেন ডোমিনোজের সিইও রাসেল ওয়াইনার স্বয়ং।