চাইল্ড পর্ন নিয়ে ঐতিহাসিক রায় দিল সুপ্রিম কোর্ট। চাইল্ড পর্ন দেখা এবং ডাউনলোড করাকে POCSO আইনে অপরাধ বলে বিবেচনা করা হবে।সোমবার মাদ্রাজ হাইকোর্টের রায় খারিজ করে এই রায় দিল সুপ্রিম কোর্ট।
উল্লেখ্য, এর আগে মাদ্রাজ হাইকোর্ট একটি রায়ে জানিয়েছিল, শিশুদের নিয়ে তৈরি নীলছবি কিংবা তার ক্লিপ ডাউনলোড করা অথবা দেখা শাস্তিযোগ্য নয়।
সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি জেবি পারদিওয়ালার বেঞ্চ জানায়, মাদ্রাজ হাইকোর্টের এই রায় দিতে গিয়ে গুরুতর ত্রুটি করে ফেলেছে।
উল্লেখ্য, গত ১১ জানুয়ারি মাদ্রাজ হাইকোর্ট চেন্নাইয়ের এক ২৮ বছরের যুবকের বিরুদ্ধে ফৌজদারি মামলা বাতিল করে দিয়েছিল। তাঁর বিরুদ্ধে শিশু-পর্ন দেখা এবং ভিডিও ডাউনলোড করার অভিযোগ উঠেছিল। মাদ্রাজ হাইকোর্ট রায়ে জানিয়েছিল, ব্যক্তিগতভাবে এ ধরনের বিষয়ের ছবি দেখা POCSO আইনের এক্তিয়ারে পড়ে না।
সুপ্রিম কোর্টের তরফে 'চাইল্ড পর্নোগ্রাফি' শব্দটিকে বদল করে 'চাইল্ড সেক্সুয়ালি অ্য়াবিউসিভ অ্যান্ড এক্সপ্লয়েটিভ মেটিরিয়াল' করার জন্য কেন্দ্রীয় সরকারকে সংশোধনী আনতেও নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী ক্ষেত্রেও যেন ‘চাইল্ড পর্নোগ্রাফি’ শব্দটি যেন ব্যবহার না করা হয়, তা নিশ্চিত করতে বলেছে সুপ্রিম কোর্ট।