সহকর্মীর ছুটির দিনে তাঁকে অফিসের কাজের বিষয় ফোন কিংবা মেসেজ করে বিরক্ত করা যাবে না। তা করলেই পড়তে হবে বিপুল পরিমাণে জরিমানার মুখে। সম্প্রতি ফ্যান্টাসিস্ট স্পোর্টস সংস্থা ড্রিম ইলেভেন এমনই নয়া নীতি আনার কথা ঘোষণা করেছে।
বলা হয়েছে, সহকর্মীর ছুটির দিনে তাঁকে ফোন, মেসেজ, ই-মেইল করা যাবে না। যদি কোনও কর্মী এই বিষয়ে অভিযোগ দায়ের করেন এবং সহকর্মীর অপরাধ প্রমাণ হয় সেক্ষেত্রে তাঁকে ১ লক্ষ টাকা জরিমানা পর্যন্ত দিতে হতে পারে।
আরও পড়ুন- বছর শেষের উদযাপন, শহরের কোথায় একমুখী যান চলাচল,থাকছে না পার্কিং, জেনে নিন
সম্প্রতি এই পলিসির কথা নিজেদের লিংকডিন অ্যাকাউন্টে ঘোষনা করেছে ড্রিম ইলেভেন। জানিয়েছে, কাছের মানুষের সঙ্গে গুরুত্বপূর্ণ সময় কাটানো এবং মর্জিমাফিক ছুটি কাটালে মন মেজাজ ভাল থাকে। জীবনের গুণমান উন্নত করে এবং কাজের ক্ষেত্রে উৎকর্ষতা বাড়িয়ে তোলে। সেই কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে কোম্পানি।