রাষ্ট্রপতি নির্বাচনে (President Election) এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu) শুক্রবার মনোনয়নপত্র জমা দিলেন। মনোনয়ন পেশের পর তিনি অন্যতম বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করে তাঁর সমর্থন চান।
শুক্রবার দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি নির্বাচনের রিটার্নিং অফিসার পি সি মোদীর কাছে মনোনয়নপত্র জমা দেন। সেই সময় তাঁর সঙ্গে ছিলেন নরেন্দ্র মোদী, রাজনাথ সিং, অমিত শাহ সহ এনডিএ জোটের একাধিক হেভিওয়েট নেতা। এছাড়া এনডিএ জোটের বাইরেও একাধিক দলের নেতানেত্রীরা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য ওয়াইএসআর কংগ্রেসের ভি বিজয়সাই রেড্ডি, বিজেডির সস্মিত পাত্র, এআইএডিএমকের ও পন্নিরসেলভাম, জনতা দল ইউনাইটেডের রাজীব রঞ্জন সিং প্রমুখ।
WB Beer Sale: রাম, হুইস্কিকে টেক্কা, মাত্র ৩ মাসে সরকারকে ৬৫০ কোটি টাকা মুনাফা দিল এই পানীয়!
সূত্রের খবর মনোনয়নপত্র জমা দেওয়ার আগে শুক্রবার দ্রৌপদী মুর্মু সমর্থন চেয়ে একাধিক বিরোধী নেতানেত্রীদের ফোন করেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন মমতা বন্দ্য়োপাধ্যায়, সনিয়া গান্ধী এবং শরদ পাওয়ার। তাঁরা প্রত্যেকেই দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য শুভেচ্ছা জানিয়েছেন বলে সূত্রে জানা গিয়েছে।
উল্লেখ্য, যদি দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি নির্বাচনে জেতেন তবে তিনি হবেন দেশের প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতি এবং দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতি। পাশাপাশি তিনি এখনও পর্যন্ত সর্বকনিষ্ঠ রাষ্ট্রপতি হিসেবেও রেকর্ড গড়বেন।