দিল্লিগামী বিমানে বৃদ্ধার গায়ে প্রস্রাব (Drunk Man urinated on Old Woman) করে দেওয়ার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে । অভিযোগ, ওই যুবক মদ্য়প অবস্থায় ছিলেন । এয়ার ইন্ডিয়ার বিমানে ঘটনাটি ঘটেছে গত নভেম্বর মাসে । বিচার চেয়ে ওই বৃদ্ধা টাটা সন্সের চেয়ারম্যানের কাছে একটি চিঠি লিখেছেন বলে জানা গিয়েছে । তাঁর অভিযোগ ছিল, এমন জঘন্য ঘটনা ঘটার পরও ওই মদ্যপ যুবকের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি বিমান কর্মীরা । সম্প্রতি, এই বিষয়ে কড়া ব্যবস্থা গ্রহণ করেছে এয়ার ইন্ডিয়া (Air India) কর্তৃপক্ষ ।
সংবাদ সংস্থা এএনআই-এর তরফে জানানো হয়েছে, এয়ার ইন্ডিয়া এই বিষয়ে পুলিশে অভিযোগ দায়ের করেছে । অভিযুক্ত ব্যক্তিকে 'নো-ফ্লাইং লিস্ট'-এ রাখার জন্য একটি অভ্যন্তরীণ কমিটি গঠন করা হয়েছে ।
আরও পড়ুন, Bengaluru News : মহিলাকে প্রায় নগ্ন করে তল্লাশি, ক্ষমা চাইল বেঙ্গালুরু বিমানবন্দর কর্তৃপক্ষ
টাটা গ্রুপের চেয়ারম্যান এন চন্দ্রশেখরনকে লেখা চিঠিতে বৃদ্ধা জানান, গত ২৬ নভেম্বর নিউ ইয়র্ক থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার বিমানে ছিলেন তিনি । সেখানে হঠাৎই এক যুবক মদ্যপ অবস্থায় তাঁর সিটের দিকে এগিয়ে আসেন । অভিযোগ, এরপরই প্রকাশ্যেই তাঁর গায়ে প্রস্রাব করেন । ঘটনার পর বৃদ্ধা জা-কাপড় সব ভিজে গিয়েছিল । তাঁকে নতুন জামাকাপড় দেওয়া হয় । কিন্তু, ওই যুবকের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হয়নি । বিমান অবতরণের পরও অভিযুক্ত যুবককে আটকানো হয়নি ।