১ বছর বাদে দুবাই থেকে দেশে ফিরছিলেন দুজনে। আর সেই আনন্দে মত্ত অবস্থায় রীতিমতো তোলপাড় ফেলে দিলেন বিমানের ভিতরে। বৃহস্পতিবার মুম্বই পুলিশের তরফে জানানো হয়েছে, দুবাই-মুম্বইগামী বিমানে এই ঘটনাটি ঘটেছে। মুম্বইয়ে বিমান অবতরণের পরই ওই যাত্রীদের গ্রেফতার করা হয়। যদিও পরে আদালতে পেশ করা হলে, তাদের জামিন দেওয়া হয়েছে, এমনটাই জানা গিয়েছে।
পুলিশ জানিয়েছে, দুই অভিযুক্ত পালঘর এবং কোলাপুরের নালাসোপাড়ার বাসিন্দা। তাঁরা দুবাইয়ে কাজ করেন। এক বছর পর তাঁরা বা়ড়ি ফিরছিলেন। সেই ‘আনন্দে’ বিমানের মধ্যেই মদ খেয়ে ফূর্তি শুরু করেন তাঁরা। তাঁদের হট্টগোলের আওয়াজে সহযাত্রীরা আপত্তি জানালে তাঁরা গালিগালাজ শুরু করেন বলে অভিযোগ।
অভিযুক্ত যাত্রীদের নাম দত্তাত্রেয় বাপর্দেকর এবং জন জর্জ ডি’সুজা। বিমানকর্মীরা বুঝতে পারেন দু’জনেই মদ্যপ অবস্থায় রয়েছেন। তাঁদের শান্ত করার চেষ্টা হলেও যাত্রীরা কান দেননি। এর পরেই তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হয়।