দেশের ৫০ তম প্রধান বিচারপতি পদে বুধবার শপথ নিলেন ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড়। ৪৪ বছর আগে দেশের প্রধান বিচারপতি হয়েছিলেন তাঁর বাবা যশবন্ত বিষ্ণু চন্দ্রচূড়। বুধবার দেশের প্রধান বিচারপতিকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এর আগে, ৭৪ দিনের জন্য এই পদে ছিলেন ইউ ইউ ললিত। বৃহস্পতিবার, ১০ নভেম্বর এই দায়িত্ব থেকে অব্যাহতি নেবেন তিনি।
২০১৬-র ১৩ মে সুপ্রিম কোর্টের বিচারপতি পদে ডি ওয়াই চন্দ্রচূড়ের যাত্রা শুরু। অযোধ্যা জমি বিতর্ক-সবরিমালার মতো একাধিক গুরুত্বপূর্ণ মামলার রায়দান করেছেন তিনি।
আরও পড়ুন- Nepal Earthquake: ভয়ঙ্কর ভূমিকম্পে ঘুমের মধ্যেই কেঁপে উঠল দিল্লিবাসী, উৎসস্থল নেপাল, মৃত অন্তত ৬
বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের জন্ম ১১ নভেম্বর ১৯৫৯ সালে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা ওয়াই ভি চন্দ্রচূড়ও ছিলেন ভারতের সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি। মা প্রভাদেবী দেশের একজন জনপ্রিয় শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী। ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড় দিল্লির সেন্ট স্টিফেন কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক হওয়ার পর দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি করেন। পরবর্তীতে তিনি আমেরিকার হার্ভার্ড ল স্কুল থেকে ফরেনসিক বিজ্ঞানে এলএলএম এবং ডক্টরেট অর্জন করেন।