পুরীর কাছে বঙ্গোপসাগরের (Bay of Bengal) নীচে ভূমিকম্প (Earthquake) । সোমবার সকাল ৮টা ৩২ মিনিট নাগাদ ভূমিকম্প হয় । ভূ-কম্পনের ফেল কেঁপে ওঠে ঢাকা-সহ বাংলাদেশের বিস্তীর্ণ অংশ । ঢাকার এক সংবাদমাধ্যমের তরফে জানানো হয়েছে, ঢাকা ও বাংলাদেশের (Bangladesh Earthquake) বিভিন্ন এলাকায় এই কম্পন অনুভূত হয়ে ৯টা ৫ মিনিটে । জানা গিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.২ । তবে, ক্ষয়ক্ষতির কোনও খবর এখনও পাওয়া যায়নি ।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি সূত্রে খবর, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল যথাক্রমে পুরী (পূর্ব) এবং ভুবনেশ্বর (পূর্ব-দক্ষিণ-পূর্ব) থেকে যথাক্রমে ৪২১ কিলোমিটার এবং ৪৩৪ কিলোমিটার দূরে। কম্পনের কেন্দ্রস্থল ছিল ঢাকার ৫২৯ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার থেকে ৩৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং চট্টগ্রাম থেকে ৩৯৭ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে । সমুদ্রের প্রায় ১০ কিলোমিটার গভীরে কম্পন অনুভূত হয়। তবে,বঙ্গোপসাগরে ভূমিকম্পের ফলে প্রবল জলোচ্ছ্বাসের কোনও খবর পাওয়া যায়নি । সুনামিরও আশঙ্কা নেই বলে মনে করছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি ।
উল্লেখ্য, সোমবার সকালে অরুণাচল প্রদেশেও ভূমিকম্প হয়েছে । সকাল ৭টা ৪ মিনিট নাগাদ ভূমিকম্প অনুভূত হয় বলে জানা গিয়েছে । রিখটার স্কেলে তার তীব্রতা ছিল ৩.৩।