আগামী বছরের জন্য পশ্চিমবঙ্গের খসড়া ভোটার তালিকা প্রকাশ করল কেন্দ্রীয় নির্বাচন কমিশন। উল্লেখযোগ্যভাবে খসড়া তালিকায় কমেছে ভোটার সংখ্যা। ২০২৩ সালে এই রাজ্যের ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ৭ কোটি ৪২ লক্ষ ৮৮ হাজার ২৩৩ জন। ২০২২ সালেই সংখ্যাটা ছিল মোট ৭ কোটি ৪৩ লক্ষ ৮১০ জন। অর্থাৎ, বছর ঘুরতেই ভোটারের সংখ্যা কমেছে প্রায় ১২ হাজার ৫৭৭ জন।
রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের আগে গত বৃহস্পতিবার সর্বদল বৈঠক বসে মুখ্য নির্বাচনী অধিকারিকের দফতরে। সেখানেই ভুয়ো ভোটারের অভিযোগে সরব হয় বাম-বিজেপি-কংগ্রেস। এরপরেই সপ্তাহ ঘুরতে না ঘুরতেই এই ঘটনায় কিছুটা স্বস্তিতে রাজ্যের বিরোধী শিবির। উল্লেখ্য, এই নয়া ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে প্রায় ২ লক্ষ ৭৯ হাজার ৪৩৪ জনের নাম। তাঁদের মধ্যে অনেকেই মৃত বলে খবর।
কমিশন সূত্রে খবর, এই খসড়া তালিকা নিয়ে কোনও অভিযোগ থাকলে জানাতে হবে কমিশনকে। আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত অভিযোগ জানানোর দিন ধার্য হয়েছে। এছাড়া অভিযোগ জানাতে ১৯৫০ টোল ফ্রি নম্বরে ফোন করাও যাবে। এদিকে বৃহস্পতিবার থেকেই সংশোধিত ভোটার তালিকায় নাম তোলার প্রক্রিয়া শুরু হয়েছে।