দিল্লিতে ইডির টানা জেরার সামনে অনুব্রত মণ্ডল। সায়গল-এনামুলকে জেরা করে উঠে আসা চারটি প্রশ্নের নিরিখেই তাঁকে টানা জেরা করছেন ইডির তদন্তকারীরা। গরুপাচার সংক্রান্ত বিপুল অঙ্কের টাকার হদিশ, কীভাবে সেই কালো টাকা বিভিন্ন জায়গায় লগ্নি করে সাদা করা হয়, এই সমস্ত বিষয় অনুব্রতর থেকে জানতে চাইছেন তদন্তকারীরা। পাশাপাশি, এই গরুপাচারে যুক্ত অন্যান্য প্রভাবশালীদের হদিশও বীরভূমের তৃণমূল জেলা সভাপতির থেকে পেতে চাইছেন ইডি আধিকারিকরা।
মঙ্গলবার অনুব্রত মণ্ডলকে হেফাজতে পাওয়ার পর গভীর রাত থেকেই জেরা শুরু করে ইডি। বুধবার সকালেও তাঁকে টানা জেরা করা হয়। মাঝে আধঘণ্টার জন্য স্বাস্থ্যপরীক্ষা করাতে তাঁকে রাম মনোহর লোহিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখান থেকে অনুব্রত 'ফিট' সার্টিফিকেট পেতেই ফের নতুন উদ্যমে ঝাঁপায় ইডি।
ইডি সূত্রে খবর, সায়গল হোসেনের সঙ্গে মুখোমুখি জেরা করা হতে পারে তাঁকে। ১০ মার্চ, শুক্রবার ফের আদালতে পেশ করা হবে বীরভূমের এই তৃণমূল নেতাকে।