দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে ইডি। দিল্লি হাইকোর্টে কেজরিওয়ালের ররক্ষাকবজের আবেদন খারিজ হতেই মুখ্যমন্ত্রীর বাড়িতে গেল কেন্দ্রীয় এজেন্সি। সরকারি সূত্রে জানা গিয়েছে, ৮ থেকে ১০ জন ইডি আধিকারিক গিয়েছেন কেজরিওয়ালের বাড়িতে।
CAA Suicide: ঘর থেকে উদ্ধার যুবকের ঝুলন্ত দেহ, সিএএ আতঙ্কে আত্মঘাতী, দাবি পরিবারের
দিল্লির আবগারি দুর্নীতি মামলায় আপ নেতার বিরুদ্ধে তছরুপের অভিযোগ ওঠে। এই মামলার তদন্তে, তাঁকে একাধিক বার সমন পাঠায় ইডি। সেও সমন এড়িয়ে আদালতে যান দিল্লির মুখ্যমন্ত্রী। দিল্লি হাইকোর্টে গ্রেফতারি আটকাতে রক্ষাকবজের আবেদন করেন তিনি।
সেই রক্ষাকবচ এদিন দিল্লি হাইকোর্ট। আদালতের এই নির্দেশের পরেই মুখ্যমন্ত্রীর বাড়িতে ইডির প্রতিনিধিরা।