দিল্লির আবগারি দুর্নীতি মামলায় আজই গ্রেফতার হতে পারেন মুখ্যমন্ত্রী এবং আপ নেতা অরবিন্দ কেজরিওয়াল। ইডি নয়, কেজরির গ্রেফতারির নিয়ে এমন দাবি তাঁর দলের দুই মন্ত্রীর। অতশি এবং সৌরভ ভরদ্বাজের আশঙ্কা, বৃহস্পতিবারই তাঁদের নেতাকে গ্রেফতার করতে পারে ইডি।
মূলত এই ইস্যুতে বুধবার তৃতীয়বার ইডির সমন এড়িয়েছিলেন কেজরিওয়াল। তারপরেই অতশি জানিয়েছেন, তাঁরা নির্দিষ্ট সূত্রে খবর পেয়েছেন বৃহস্পতিবার অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতারের কৌশল ঠিক করেছে ইডি। যে কৌশলের মধ্যে রয়েছে মুখ্যমন্ত্রীর বাড়িতে তল্লাশি।
ইতিমধ্যেই সকাল থেকে মুখ্যমন্ত্রীর বাসভবনের নিরাপত্তা বাড়ানো হয়েছে। বুধবারই ইডিকে কেজরিওয়াল জানিয়েছেন, ২৭ জানুয়ারির আগে তিনি এই মামলায় হাজিরা দিতে পারবেন না। কারণ, তার আগে পর্যন্ত রাজ্যসভার নির্বাচন নিয়ে তিনি ব্যস্ত থাকবেন।