ফের একবার শিরোনামে উঠে এলেন মাফিয়া ডন দাউদ ইব্রাহিম(Dawood Ibrahim)। দাউদের আর্থিক তছরুপের মামলায় এবার মুম্বই এবং তৎসংলগ্ন এলাকায় তল্লাশি শুরু করল ইডি(ED)।
১৯৯৩ সালের বিস্ফোরণে মুখ্য অভিযুক্ত দাউদ ইব্রাহিম(Dawood Ibrahim) এখনও অধরা ভারত সরকারের(India Govt.) কাছে। কিন্তু তাঁর বিরুদ্ধে চলছে একাধিক মামলার তদন্ত। এবার সেরকমই একটি আর্থিক তছরুপের মামলায় তৎপর হল ইডি(ED)। দাউদের বোন প্রয়াত হাসিনা পার্কারের(Hasina Parker) বাড়িতে যান ইডির(ED) আধিকারিকরা। সূত্রের খবর, ইডির নজরে রয়েছেন মহারাষ্ট্রের(Maharastra) এক প্রভাবশালী নেতা।
প্রসঙ্গত উল্লেখ্য, এ মাসের শুরুতেই '৯৩ বিস্ফোরণে অভিযুক্ত আবু বকরকে সংযুক্ত আরব আমিরশাহী(UAE) থেকে গ্রেফতার করা হয়। দীর্ঘদিন ধরেই তাঁর সন্ধানে করছিল নিরাপত্তা বাহিনী।