গরু পাচার কাণ্ডে ইডি দফতরে হাজিরার নির্দেশ আব্দুল লতিফকে। আগামী সপ্তাহেই তাঁকে দিল্লিতে হাজিরা দিতে ডেকেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। লতিফকে আগে ডাকা হলেও তিনি শারীরিক অসুস্থতার কথা বলে হাজিরা এড়িয়ে যান। উল্লেখ্য, শক্তিগড়ে কয়লা ব্যবসায়ী রাজু ঝা খুনের সময় তাঁর সঙ্গেই নাকি দেখা গিয়েছিল লতিফকে। কিন্তু খুনের পর থেকেই আবার তিনি গা ঢাকা দিয়েছেন বলে খবর।
সিবিআই সূত্রে খবর, রাজু ঝা খুনে আব্দুল লতিফের নাম জড়িয়ে যেতেই ফের তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপের কথা ভাবতে শুরু করেন গোয়েন্দারা। লতিফকে 'ফেরার' ঘোষণা করে তাঁর সম্পত্তি বাজেয়াপ্ত করার চিন্তাভাবনাও শুরু করেছে সিবিআই।
আরও পড়ুন- Narendra Modi: বিজেপির প্রতিষ্ঠা দিবসে রাক্ষস দমনের আবেদন মোদীর, হনুমান স্তব পাঠ প্রধানমন্ত্রীর