ন্যাশনাল হেরাল্ড মামলায় সোমবার রাহুল গান্ধীকে ১০ ঘন্টারও বেশি সময় ধরে ম্যারাথন জেরা করল ইডি। মঙ্গলবার তাঁকে আবারও জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে তদন্তকারী সংস্থা।
সোমবার রাহুলকে প্রথম দফায় ৩ ঘণ্টা এবং দ্বিতীয় দফায় ৭ ঘণ্টা জেরার করে ইডি। এরপর রাত প্রায় ১১টা নাগাদ দিল্লির ইডির অফিস থেকে বেরিয়ে যান রাহুল। প্রথম দফার জেরার পর সেখান থেকে হাসপাতালে মা সোনিয়া গান্ধীর সঙ্গের দেখা করতে যান রাহুল ও প্রিয়াঙ্কা। উল্লেখ্য, কোভিড আক্রান্ত হয়ে সোনিয়া এখন দিল্লির গঙ্গারামপুর হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতাল থেকে ফিরে ফের ইডি দফতরে (ED Office) যান রাহুল গান্ধী। রাহুল গান্ধীকে ইডি তলব করার প্রতিবাদে দিল্লিতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির জেরে পাঁজরে চিড় ধরে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা কংগ্রেস নেতা পি চিদম্বরমের। টুইটারে তিনি জানান, এখন তিনি ঠিক আছেন।
ইডির তরফে রাহুল গান্ধীকে ডাকার প্রতিবাদে সোমবার দিল্লিতে কংগ্রেসের তরফে প্রতিবাদ মিছিল বের করা হয়। কংগ্রেসের মুখপাত্র রনদীপ সূরযেওয়ালা সকালে জানান, কংগ্রেস নেতৃত্ব ইডি অফিসের দিকে শান্তিপূর্ণ মিছিল করবে। কিন্তু ইডি দফতরের উদ্দেশে কংগ্রেসের মিছিল বেরোতেই রাস্তায় ব্যারিকেড করে পুলিশ। কিছু কংগ্রেস কর্মী ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। সেই সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে পাঁজরে চিড় ধরে চিদম্বরমের। ১৪৪ ধারা লঙ্ঘনের অভিযোগে কংগ্রেসের একাধিক নেতা ও কর্মীকে আটক করে পুলিশ।