অনুব্রত মণ্ডলের তিনদিনের ইডি হেফাজতের মেয়াদ শেষ হচ্ছে আগামীকাল। ফের তাঁকে দু'সপ্তাহের জন্য নিজেদের হেফাজতে নিতে চেয়ে আবেদন করবে ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, এই অল্প সময়ের মধ্যে তাঁকে বিশেষ জেরা করে উঠতে পারেননি তদন্তকারীরা। এখনও বহু প্রশ্নের উত্তর মিলছে না। এই পরিস্থিতিতে বীরভূমের তৃণমূল জেলা সভাপতিকে ফের নিজেদের হেফাজতে নিয়ে জেরা করতে চান তদন্তকারীরা। ইডি সূত্রে খবর, গরুপাচারের টাকা এই মুহূর্তে কোথায় রয়েছে, তা এখনও জেনে উঠতে পারেনি ইডি। ফলে শুক্রবার রাউস অ্যাভিনিউ আদালতে আবার অনুব্রতকে হেফাজতে নিতে চেয়ে আবেদন করবে ইডি।
বৃহস্পতিবারও ইডির জেরায় বেশকিছু চাঞ্চল্যকর তথ্য দেন বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। তাঁর বয়ানের সূত্র ধরে ইডির নজরে এবার সুকন্যা মণ্ডলের সম্পত্তি। সূত্রের খবর, একাধিক বিদেশি ব্যাঙ্ক থেকে টাকা ঢুকেছে অনুব্রত কন্যার কোম্পানিতে। কিন্তু কীভাবে ঢুকেছে সেই টাকা, কার মাধ্যমেই লেনদেন হত, উত্তর খুঁজছেন ইডির তদন্তকারী আধিকারিকরা।
আরও পড়ুন- Mamata Banerjee: 'আমাকে পলিটিক্যাল গবেট ভাবতেই পারেন', মমতার মন্তব্যে জল্পনা