এসএসসি (SSC) নিয়োগ দুর্নীতি মামলায় এবার সিবিআই (CBI)- এর পর তদন্তে নামল ইডি (Enforcement Directorate)। যেহেতু নিয়োগ দুর্নীতি মামলায় বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগ উঠেছে, তাই ইডি এই অভিযোগের তদন্ত করবে।
ইডি সূত্রে জানা গিয়েছে, এসএসসি মামলায় এখনও পর্যন্ত দায়ের হওয়া চারটি এফআইআর (FIR) -এর কপি তারা চেয়েছে। এছাড়া তদন্তের স্বার্থে তারা এই সংক্রান্ত বেশ কিছু নথি খতিয়ে দেখছে। নিয়োগের ক্ষেত্রে কোনও বেআইনি আর্থিক লেনদেন হয়েছে কি না, তা খতিয়ে দেখবেন ইডি-র আধিকারিকরা।
SSC Examination New Rule: নিয়োগ স্বচ্ছতায় এসএসসির নয়া উদ্যোগ, ওএমআর শিটে পরীক্ষার ভাবনা কমিশনের
এসএসসি-র নিয়োগে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ উঠেছে। ওই টাকা কার কার কাছে কীভাবে পৌঁছেছে তা খতিয়ে দেখবে ইডি। সংশ্লিষ্ট মামলায় নাম জড়িয়েছে একাধিক প্রভাবশালী ব্যক্তির। সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে ইডি-র দিল্লির সদর দফতর থেকে তাদের কলকাতার অফিসে চিঠি পাঠানো হয়। তারপরেই এসএসসি মামলার যাবতীয় নথি চেয়ে পাঠিয়েছে ইডি।