তীর্থ করে ফেরার পথে চলন্ত বাসে আগুন। তার জেরে হরিয়ানার নুহ জেলায় জীবন্ত দগ্ধ হলেন আট জন। এই ঘটনায় আহত আরও ২৪ জন। হরিয়ানা প্রশাসন জানিয়েছে, দুর্ঘটনা ঘটা ওই বাসে মোট ৬০ জন যাত্রী ছিলেন। তাঁরা সবাই তীর্থ যাত্রী বলেই জানা গিয়েছে। শুক্রবার রাত দেড়টা নাগাদ এই ঘটনা ঘটে। তবে, কী কারণে আগুন, তা এখনও স্পষ্ট নয়।
রাজ্য প্রশাসন জানিয়েছে, বাসটি উত্তরপ্রদেশের মথুরা, বৃন্দাবন হয়ে ফিরছিল। হোশিয়ারপুর, লুধিয়ানা এবং চণ্ডীগড়ের বাসিন্দারা ওই বাসে ছিলেন বলে জানা গিয়েছে। পুলিশ জানিয়েছে, স্থানীয় কুন্ডলি-মানেসার জাতীয় সড়কের উপরেই এই ঘটনা ঘটে।
প্রথমে স্থানীয়রা এগিয়ে এসে বাসের আগুন নেভানোর চেষ্টা করেন। তারপর ঘটনাস্থলে আসে দমকল। নিয়ন্ত্রণে আনা হয় আগুন। ইতিমধ্যেই আহতদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে।