প্রথমে টায়ার ফেটে বিপত্তি। তারপর একটি ডাম্পারকে ধাক্কা। তা থেকেই আগুন। তার জেরে গাড়ির মধ্যে আটকে জীবন্ত দগ্ধ এক শিশু-সহ আট জন। এই দুর্ঘটনা উত্তরপ্রদেশের বরেলির নৈনিতাল হাইওয়েতে। পুলিশ মৃতদেহ উদ্ধার করেছে।
পুলিশ জানিয়েছে, শনিবার রাত ১১টা নাগাদ এই ঘটনা ঘটে। এখনও পর্যন্ত তিন জনকে শনাক্ত করা গিয়েছে। পুলিশ জানিয়েছে, একটি বিয়ে বাড়ির অনুষ্ঠানে খেয়ে নৈনিতাল হাইওয়ে দিয়ে বহেরি ফিরছিল ওই পরিবার। পথে গাড়ির টায়ার ফেটে যায়। গতি থাকায় তা নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্পারে ধাক্কা মারে।
দুটি গাড়ির সংঘর্ষের জেরেই আগুন লেগে যায়। কিন্তু দরজা লক থাকায় গাড়ি থেকে নামার সুযোগ পাননি কেউ। তার জেরেই ঘটনাস্থলে আট জনের মৃত্যু হয়। দেহগুলিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ডাম্পার চালক পলাতক।