গত ১৭ নভেম্বর বেঙ্গালুরুর জেপি নগরে প্লাস্টিকবন্দী অবস্থায় পাওয়া গিয়েছিল ৬৭ বছর বয়সী এক প্রৌঢ়ের লাশ। এবার ময়নাতদন্তের রিপোর্টে উঠে এলো নতুন তথ্য। যৌনতা করাকালীন হৃদরোগে আক্রান্ত হন ওই প্রৌঢ়। তাতেই মৃত্যু হয় তাঁর। রিপোর্ট জানাচ্ছে, ৩৫ বছর বয়সি এক গৃহবধূর সঙ্গে সম্পর্ক ছিল ওই প্রৌঢ়ের। গত ১৬ নভেম্বর তিনি ওই গৃহবধূর বাড়িতে যান। সেখানেই তাঁর সঙ্গে যৌনতার সময় আক্রান্ত হন হৃদরোগে। সেখানেই মৃত্যু হয় তাঁর।
ঘটনার আকস্মিকতায় চমকে গিয়ে নিজের স্বামী ও ভাইকে খবর দেন ওই মহিলা। তারপর ওই তিনজনে মিলে ওই প্রৌঢ়ের দেহকে একটি প্লাস্টিক ব?যাগের মধ্যে পুড়ে জেপি নগরের একটি ফাঁকা জায়গায় ফেলে দেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে,ব্যবসায়ীর বাড়ির লোক জানিয়েছেন, নিজের বউমার সঙ্গে দেখা করতে যাচ্ছেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন ওই ব্যবসায়ী। কিন্তু তিনি বাড়ি না ফেরায় তাঁরা নিখোঁজ ডায়েরি করেছিলেন। এদিকে প্রৌঢ়ের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মহিলা আদৌ সত্যি কথা বলছেন কি না, তা খতিয়ে দেখবে পুলিশ।