দেশের বর্তমান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের (Ramnath Kovind) কার্যকালের মেয়াদ শেষ হচ্ছে ২৪ জুলাই। নির্বাচন কমিশন জানিয়েছে, নতুন রাষ্ট্রপতি নির্বাচন হবে আগামী ১৮ জুলাই।
বৃহস্পতিবার দুপুরে মুখ্য নির্বাচন কমিশনার (Chief Election Commissioner) রাজীব কুমার সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন, আগামী ১৮ জুলাই রাষ্ট্রপতি নির্বাচন (President Election) হবে। নির্বাচনের ফল ঘোষণা করা হবে ২১ জুলাই।
Bhawanipur Murder Update: আর্থিক লেনদেনের জেরেই খুন ভবানীপুরের দম্পতি, জানালেন পুলিশ কমিশনার
উল্লেখ্য, ভারতের সংবিধানের ৬২ তম ধারা অনুযায়ী প্রতি পাঁচ বছর অন্তর নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হন। সাংবাদিক বৈঠকে রাজীব কুমার জানিয়েছেন, ২০২২ সালের রাষ্ট্রপতি নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৪,৮০৯ জন। তাঁদের মধ্যে শাসক জোট এনডিএ-র বিধায়ক-সাংসদ মিলিয়ে রয়েছে মোট ভোটের ৪৮.৮ শতাংশ। স্বভাবতই রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ জোটের মনোনীত প্রার্থীর দিকেই পাল্লা ভারী হবে। অন্যদিকে ইতিমধ্যে রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে বিকল্প জোটের ইঙ্গিত দিয়েছেন তৃণমূল কংগ্রেসনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর মতে, বিরোধী শিবির একজোট হলে রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ প্রার্থীকে কড়া প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হবে। এখনও পর্যন্ত এনডিএ বা বিরোধী জোট - কোনও পক্ষের তরফেই রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি।
এর আগে রাষ্ট্রপতি নির্বাচন হয়েছিল ২০১৭ সালে। সেবার ১৭ জুলাই নির্বাচন ও ২০ জুলাই ভোট গণনা করে ফল প্রকাশ করা হয়েছিল। সেবার নির্বাচিত হয়েছিলেন এনডিএ জোটের প্রার্থী রামনাথ কোবিন্দ।