ওটিপির সাহায্যে মোবাইলে খোলা যায় ইভিএম ? লোকসভা ভোটের গণনার দিন মুম্বইয়ে ওটিপির মাধ্যমে ইভিএমে কারচুপির অভিযোগ উঠতেই এমন প্রশ্নই ঘোরাফেরা করছিল মানুষের মনে । অবশেষে সব প্রশ্নের উত্তর দিল নির্বাচন কমিশন । একটি বিবৃতিতে বলা হয়েছে, মোবাইলে আসা ওটিপি ব্যবহার করে কখনওই ইভিএম খোলা সম্ভব নয় । কমিশনের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করার অভিযোগ তোলা হয়েছে ।
৪ জুন মুম্বইয়ের একটি গণনাকেন্দ্রে নিজের সহকারীকে দিয়ে মোবাইলে আসা ওটিপির মাধ্যমে ইভিএমে কারচুপি করে শিবসেনা প্রার্থী রবীন্দ্র ওয়াইকর জয়ী হয়েছেন বলে অভিযোগ । এই নিয়ে একটি প্রতিবেদনও পেশ করেছিল এক সংবাদপত্র । নির্বাচন কমিশন সেই সংবাদপত্রকেও আইনি নোটিস পাঠিয়েছে কমিশন । ভারতীয় দণ্ডবিধির ৪৯৯, ৫০৫ ধারায় মানহানি ও মিথ্যা খবর ছড়ানোর অভিযোগ তুলে নোটিস পাঠানো হয়েছে ।
কমিশনের তরফে জানানো হয়েছে, ইভিএম একটি স্বতন্ত্র ব্যবস্থা যা আনলক করতে ওটিপির প্রয়োজন হয় না। এতে কোনও ওয়্যারলেস সিস্টেম নেই । সেক্ষেত্রে, কোনওভাবেই মোবাইলে ইভিএম খোলা সম্ভব নয় বলে দাবি কমিশনের ।