প্রকাশিত হল লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট। এবার মোট ৭ দফায় ভোটগ্রহণ হবে। এবং পশ্চিমবঙ্গেও ৭ দফায় হবে ভোট। গণনা হবে ৪ জুন। এর পাশাপাশি ২৬টি কেন্দ্রের বিধানসভা নির্বাচন এবং উপনির্বাচনও হবে।
শুক্রবার সোশাল মিডিয়ায় একটি পোস্ট করে জানানো হয় শনিবার ভোটের নির্ঘণ্ট ঘোষণা হবে। শনিবার সকাল সাড়ে ১২টা নাগাদ মূখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার দিল্লির সদর দফতরে পৌঁছন। তারপর বেলা ৩টে থেকে শুরু হয় নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ।
২০১৯ সালের মোট ৭ দফায় লোকসভা নির্বাচন হয়েছিল। ১১ এপ্রিল থেকে ভোটগ্রহণ শুরু হয়ে ১৯ তারিখ শেষ হয়েছিল। তারপর ২৩ মে ফলপ্রকাশ হয়েছিল।