লোকসভা নির্বাচনের দিন ঘোষণা হলেই নির্বাচনী আচরণবিধি দেশজুড়ে কার্যকর হবে। তার আগে রাজনৈতিক দল, প্রার্থী, তারকা প্রচারকদের জন্য নির্দেশিকা জারি জাতীয় নির্বাচন কমিশনের। কমিশন জানিয়েছে, পরোক্ষভাবে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করা হলেও কড়া পদক্ষেপ করবে কমিশন। মোট ৮টি আচরণবিধির কথা উল্লেখ করেছে নির্বাচন কমিশন।
প্রচার চলাকালীন এমন কোনও মন্তব্য বা আচরণ করা যাবে না, যার ফলে সাম্প্রদায়িক অশান্ত বা হিংসা ছড়িয়ে পড়ে।
কারও সমালোচনা করতে হলে, কার্যকলাপ ও নীতির মধ্যেই তা সীমাবদ্ধ রাখতে হবে। ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচনা করা যাবে না।
কোনও জনসভায় ভোটারদের বিভ্রান্ত করতে ভুয়ো তথ্য দেওয়া যাবে না। কোনও প্রার্থীর বিরুদ্ধে বা রাজনৈতিক দলের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তোলা যাবে না।
কোনও ধর্মীয় স্থানকে প্রচারের মঞ্চ বানানো যাবে না। জাত,ধর্ম অনুভূতি কাজে লাগানো যাবে না।
কোনও ভাবেই যেন নারীদের সম্মান নষ্ট না হয়, তা প্রত্যেক প্রার্থী ও রাজনৈতিক দলকে মাথায় রাখতে হবে।
খবরের আকারে কোনও বিজ্ঞাপন প্রকাশ করা যাবে না।
সোশ্যাল মিডিয়াতেও এমন কিছু পোস্ট বা শেয়ার করা যাবে না, যা আপত্তিকর ও কুরুচিপূর্ণ।