আর মাত্র কয়েকমাস। তারপরেই লোকসভা নির্বাচন। সেকারণে এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিল জাতীয় নির্বাচন কমিশন। লোকসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে আগামী সপ্তাহ থেকেই রাজ্যওয়াড়ি সফর শুরু করছে তারা।
শুক্রবার নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, আগামী সপ্তাহে অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু সফরে যাবে তাদের একটি টিম। ওই দলে থাকবেন মুখ্য নির্বাচনী কমিশনার রাজীব কুমার এবং আরও দুই নির্বাচন কমিশনার।
এদিকে পশ্চিমবঙ্গেও পরিদর্শনে আসতে পারেন নির্বাচন কমিশনের প্রতিনিধিরা। ইতিমধ্যে কমিশনের একটি দল আগেও এরাজ্যে এসে বৈঠক করে গিয়েছে। ওই বৈঠকে সব জেলার জেলাশাসকরা উপস্থিত ছিলেন। এছাড়াও সূত্র মারফত খবর পাওয়া গিয়েছিল, নবান্নে একটি চিঠিও পাঠিয়েছিল নির্বাচন কমিশন। যেখানে লোকসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করার নির্দেশ দিয়েছিল।