সংসদের রাস্তা আর মসৃণ নয়। মঙ্গলবার সংসদের দ্বিতীয় দিনেই সরকারকে বুঝিয়ে দিল বিরোধীরা। বিজেপির ওম বিড়লার বিরুদ্ধে স্পিকার পদে মনোনয়ন জমা দিলেন কংগ্রেস কে সুরেশ। ফলে বুধবার ভারতীয় সংসদ সাক্ষী থাকতে চলেছে স্পিকার পদে নির্বাচনের। ১৯৪৬ সালের পর ফের এই পদে নির্বাচন দেখবে ভারতীয় সংসদ।
নিট নিয়ে ঝড় তুলে সংসদের প্রথম দিনেই বিরোধীরা বুঝিয়ে দিয়েছিল এবারের সংসদ অন্যরকম হতে চলেছে। দ্বিতীয় দিনেই স্পিকার পদে সরকারের বিরুদ্ধে প্রার্থী দিয়ে এবার ভোট অবশ্যম্ভাবী করলেন তারা। ২৩৩ আসনের শক্তি যে এবার সরকারের প্রতিটি পদক্ষেপে ব্যবহার করা হবে, তা এদিন স্পষ্ট করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।
এবারের সংসদে অধীর কাঁটা নেই। তাই আরও কাছাকাছি তৃণমূল ও কংগ্রেস। তাই স্পিকার পদে সুরেশকে সমর্থন রয়েছে বাংলার শাসক দলের। উল্টোদিকে ভোট এড়িয়ে সংসদে স্পিকার হিসাবে ওম বিড়ালে মনোনয়নের জন্য বিরোধীদের কাছে অনুরোধ করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
সেই অনুরোধ উড়িয়ে বুধবার সংসদে স্পিকার পদে ভোটের জন্য এখন প্রস্তুতি নিচ্ছে ইন্ডিয়া জোট। তাদের দাবি, বুধবারের ভোটে অঙ্ক বদলে যেতে পারে।