Epfo : ইপিএফও কমছে সুদ, সাড়ে ৮ শতাংশ থেকে কমিয়ে ৮.১ শতাংশ করার প্রস্তাব

Updated : Mar 12, 2022 14:10
|
Editorji News Desk

২০২১-২২ অর্থবর্ষে কমতে চলেছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড (Epfo)-এর সুদের পরিমাণ। সংবাদ সংস্থা পিটিআই (Pti) সূত্রে খবর, সাড়ে ৮ শতাংশ থেকে কমে সুদের পরিমাণ হতে চলেছে ৮.১ শতাংশ। ফলে মধ্যবিত্তের (Middle class) সঞ্চয়ে কোপ পড়তে চলেছে। খুব শীঘ্রই অর্থ মন্ত্রকের কাছে ইপিএফ কমিটি এই প্রস্তাব দিতে চলেছে। নিত্যপণ্যের দাম বাড়ছে হু হু করে। একই সঙ্গে বৃদ্ধি পাচ্ছে বেকারত্বের হার। সেই পরিস্থিতিতেই মধ্যবিত্তের উপর এ বার ইপিএফ খাঁড়া নেমে এল। গত ১০ বছরে সর্বনিম্নে গিয়ে ঠেকল ইপিএফ বাবদ সুদের হার। এত দিন ইপিএফ থেকে ৮.৫ শতাংশ হারে সুদ পাওয়া যেত, এ বার তা কমিয়ে ৮.১ শতাংশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দিল্লিসূত্রে খবর। ২০২১-’২২ অর্থবর্ষের জন্য কমল সুদের হার।

মূল্যবৃদ্ধি ও মুদ্রাস্ফীতি নিয়ে এমনিতেই নাজেহাল দেশ। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে পতন অব্যাহত শেয়ার বাজারেও। বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়ে যাওয়ায় দেশের বাজারেও পেট্রল-ডিজেলের দাম বাড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এই অবস্থায় ইপিএফ-এর সুদ কমায় সিঁদুরে মেঘ দেখছে মধ্যবিত্ত। ১৯৭৭-৭৮ সালের পর এত নীচে নামেনি ইপিএফ-এর সুদের হার। ওই সময় সুদের পরিমাণ ছিল ৮ শতাংশ।

এর আগে, গত বছর মার্চ মাসে ২০২০-'২১ অর্থবর্ষের জন্য এপিএফ-এর সুদের হার ৮.৫ শতাংশ করার সুপারিশ করে ইপিএফও বোর্ড। সেই থেকে আরও কমল সুদের হার। কেন্দ্রীয় শ্রম মন্ত্রকে সিবিটি-র নেতৃত্বে রয়েছেন। কর্মী এবং মালিকপক্ষের প্রতিনিধিরাদের তরফেও সুপারিশ রাখা হয়। তার পর তাতে সিলমোহর দেয় কেন্দ্রীয় অর্থমন্ত্রক। বর্তমানে দেশের ৫ কোটি মানুষ ইপিএফ-এর আওতায় রয়েছেন। কেন্দ্রের এই সিদ্ধান্তে তাঁদের জীবনে প্রভাব পড়বে বলে মনে করছএন অর্থনৈতিক বিশেষজ্ঞরা। তাঁদের মতে এটা ভোটের প্রভাব ছাড়া আর কিছু নয়।

EPFOProvident Fund OrganisationEmployees Provident Fund

Recommended For You

editorji | ভারত

One Nation One Vote : কেমন হবে ভোট দানের চরিত্র, সিদ্ধান্ত এবার JPC-র কোর্টে

editorji | ভারত

ABHA Card: স্বাস্থ্য পরিষেবা নিয়ে এবার বিশেষ অ্যাকাউন্ট, লিঙ্ক করতে হবে আধার

editorji | ভারত

Fake International Call: আন্তর্জাতিক নম্বর থেকে ভুয়ো কল! হোয়াটসঅ্যাপে স্প্যাম থেকে বাঁচতে কী করবেন

editorji | ভারত

Abhishek Banerjee : নেত্রী মমতাকে ইন্ডিয়া জোটে চান অভিষেক, নির্বাচন নিয়ে কটাক্ষ কেন্দ্রকে

editorji | ভারত

Ustad Zakir Hussain : প্রয়াত উস্তাদ জাকির হুসেন, বয়স হয়েছিল ৭৩ বছর