বৃহস্পতিবার হনুমান জয়ন্তী। গোটা দেশে এই উৎসবকে ঘিরে শান্তি বজায় রাখতে বদ্ধপরিকর কেন্দ্র সরকার। সেই কারণে দেশের প্রতিটি রাজ্যে কড়া নির্দেশিকা পাঠিয়ে আগাম সতর্ক করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। নিজেদের টুইটার হ্যান্ডেল থেকে রাজ্যগুলিকে পরামর্শ দেওয়া হয়েছে, বৃহস্পতিবার উৎসব পালনের পাশাপাশি আইনশৃঙ্খলার দিকেও নজর রাখতে হবে। কোনওভাবেই শান্তি বিঘ্নিত করা চলবে না।
হনুমান জয়ন্তীর আগে বুধবারই রাজ্যে মিছিল করার ব্যাপারে কড়া নির্দেশিকা জারি করেছে নবান্ন। কলকাতা পুলিশের দেওয়া ওই নির্দেশিকায় পরিষ্কার বলা হয়েছে কোনরকম অস্ত্র বা লাঠি নিয়ে মিছিল করা যাবে না। মিছিলের অনুমতি নিতে হবে অনলাইনে। অনুমতি পেলে তবেই মিছিলের আয়োজন সম্ভব।
আরও পড়ুন- Tele Serial Mithai : শেষ হচ্ছে মিঠাই ! কবে শেষ সম্প্রচার ধারাবাহিকের ?
এদিনই কলকাতা হাইকোর্টও রাজ্যকে পরামর্শ দিয়েছে, হনুমান জয়ন্তীতে পুলিশ কম পড়লে প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নিতে পারে নবান্ন। সেই বিষয়ে রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে আদালত জানিয়েছে, আইনশৃঙ্খলা বজায় রাখতে কেন্দ্রীয় বাহিনী কোথায় এবং কতটা প্রয়োজন, তা ঠিক করতে পারে পুলিশই।