উচ্চতর পেনশনের আবেদনের জন্য সময়সীমা বাড়াল। EPFO-র তরফে জানানো হয়েছে, ২৬ জুন পর্যন্ত সময়সীমা বাড়ানো হয়েছে। এর ফলে EPFO মেম্বাররা বেশি করে পেনশনের জন্য আবেদন করতে পারেন।
এর আগে দুবার সময়সীমা বাড়ানো হয়েছিল। ফের আরও একবার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বেশিকরে পেনশন পাওয়ার জন্য EPFO-র নির্দিষ্ট লিঙ্কে গিয়ে দরখাস্ত করতে হবে। জমা দিতে হবে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। সব তথ্য সঠিক হলে বকেয়া হিসেব করে তা মেটানোর জন্য নির্দেশিকা জারি করবে কর্তৃপক্ষ।
যদি তথ্যে কোনও ভুল থাকে তাহলে সংশ্লিষ্ট কর্মী এবং সংস্থাকে জানাবে EPFO। সেইমতো। ১ মাসের মধ্যে সমস্ত ভুল তথ্য সংশোধন করে ফের আপলোড করতে হবে।
এর আগে ২৬ জুন পর্যন্ত সময় দিয়েছিল EPFO কর্তৃপক্ষ। কিন্তু প্রায় ১৫ দিন সময় বাড়ানো হয়েছে।