লোকসভা নির্বাচনের আগে চাকরিজীবীদের জন্য সুখবর। প্রভিডেন্ট ফান্ডের সুদের হার বৃদ্ধির সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ২০২৩-২৪ অর্থবর্ষে সুদের হার বেড়ে দাঁড়িয়েছে ৮.২৫ শতাংশ। গত তিন বছরে যা সর্বাধিক।
শনিবার সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টির বৈঠক হয়। সেই বৈঠকেই সুদের হার বৃদ্ধি নিয়ে সিদ্ধান্ত নেয় ইপিএফও। বর্তমানে পিএফে সুদের হার ছিল ৮.১৫ শতাংশ। ০.১০ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের এই সিদ্ধান্তে উপকৃত হবেন ৬ কোটির বেশি পিএফ অ্যাকাউন্ট গ্রাহক।
আরও পড়ুন: ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ৩ টেস্টে নেই বিরাট, ডাক পেলেন বাংলার আকাশদীপ সিং