দেশের চাকুরিজীবিদের জন্য সুখবর। প্রভিডেন্ট ফান্ডের (Provident Fund) বর্তমান বেতন সীমা বাড়ানোর পরিকল্পনা করেছে অর্থমন্ত্রকের সংশ্লিষ্ট কমিটি। মাসিক ২১ হাজার টাকার কম বেতনভোগীদের এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডের (EPFO) পেনশন স্কিমের মধ্যে আনা হচ্ছে।
এতদিন পর্যন্ত, মাসিক ১৫ হাজার ও তার কম বেতনভোগীরা সরকারের থেকে তাঁদের বেতনের ১.৬ শতাংশ টাকা পেনশনের জন্য পেতেন, যা প্রভিডেন্ট ফান্ডে জমা হত। এবার বেতন সীমা বাড়ানোর কথা ভাবছে কেন্দ্র।
শেয়ার বাজারে ধস, নিম্নমুখী সেনসেক্স-নিফটি, বড় ধাক্কা এইচডিএফসি-ইনফোসিসের
এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের (EPFO) এই চিন্তা বাস্তবায়িত হলে ৭৫ লক্ষ চাকুরিজীবী এর সুবিধে ভোগ করবেন। কেন্দ্রীয় সরকারের সবুজ সংকেত মিললেই এই চিন্তা ভাবনা বাস্তবে রূপ দেওয়ার কাজ শুরু হবে। বর্তমানে এই স্কিমের জন্য সরকারের বছরে ৬,৭৫০ কোটি টাকা খরচ হয়।
পেনশনের ক্ষেত্রে বেতনসীমা শেষবার বাড়ানো হয়েছিল ২০১৪ সালে।