টাকা নিয়ে প্রশ্ন করার অভিযোগে লোকসভা থেকে বাতিল করা হোক তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্রের পদ। বুধবার রাতে লোকসভার এথিক্স কমিটির এক সূত্রকে উদ্ধৃত করে এমনটাই দাবি করল জাতীয় সংবাদমাধ্যম NDTV। তাদের খবর অনুযায়ী মহুয়ার বিরুদ্ধে ৫০০ পাতার রিপোর্ট দিতে চলেছে বিনোদ সোনকারের নেতৃত্বাধীন কমিটি। যে রিপোর্টে মহুয়ার বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ আনা হয়েছে। এদিকে বুধবারই BJP সাংসদ নিশিকান্ত দুবে দাবি করেন, মহুয়ার বিরুদ্ধে CBI তদন্তের নির্দেশ দিয়েছে জাতীয় লোকপাল। নিশিকান্তের এই দাবি অবশ্য খারিজ করে দিয়েছেন তৃণমূল সাংসদ।
টাকা নিয়ে প্রশ্ন করার অভিযোগ উঠেছে মহুয়া মৈত্রের বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতে এথিক্স কমিটির বৈঠক হয়। সেখানে হাজির হয়েছিলেন মহুয়া মৈত্র। মহুয়ার অভিযোগ, ওই প্যানেলে তাঁকে ব্যক্তিগত একাধিক বিষয় নিয়ে প্রশ্ন করা হয়েছে। যদিও বৈঠকের মাঝেই বেরিয়ে আসেন তৃণমূল সাংসদ। বৃহস্পতিবার ওই কমিটি সরকারিভাবে তাদের রিপোর্ট পেশ করতে চলেছে।
Read More- 'এসে আমার জুতো গুণে যাক', সিবিআই নিয়ে পাল্টা কটাক্ষ মহুয়া মৈত্রের
এদিকে এথিক্স কমিটির চেয়ারম্যান তথা বিজেপি সাংসদ বিনোদ সোনকরের বিরুদ্ধে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে অভিযোগ করেন মহুয়া। তিন পাতার একটি চিঠি লিখে তাঁর অভিযোগ, বৈঠকের সময় তাঁকে মৌখিকভাবে তাঁর 'বস্ত্রহরণ' করা হয়েছে । তাঁর সঙ্গে অনৈতিক, নোংরা আচরণ করা হয় বলে অভিযোগ করেছেন সাংসদ ।