বয়স যে শুধুই একটা সংখ্যা, তা আরও একবার প্রমাণ করে দিলেন উত্তরপ্রদেশের রাজেশ মিশ্র ওরফে পাপ্পু ভারতোল । তিনি প্রাক্তন বিজেপি বিধায়ক । ভোট পরীক্ষায় উত্তীর্ণ হলেও স্কুলের পরীক্ষায় পাশ করা হয়নি । কিন্তু হালও ছাড়েননি । অবশেষে ৫৫ বছর বয়সে স্কুল পাশ করলেন তিনি । সম্প্রতি, উত্তরপ্রদেশের দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফল ঘোষণা হয়েছে । সেখানেই দ্বাদশ শ্রেণির পরীক্ষায় পাস করেছেন পাপ্পু ।
পরীক্ষার ফলাফলে খুশি প্রাক্তন বিধায়ক । রাজেশের পাশ করার খবর সামনে আসতেই, তাঁর সমর্থকরা এলাকায় মিষ্টি বিতরণ করেছেন । সমর্থকরা বলছেন, কঠোর পরিশ্রম করে তাঁদের নেতা পরীক্ষা দিয়েছেন । আর তার ফলও পেয়েছেন । এর মাধ্যমে তিনি সমাজকে বার্তা দিতে চেয়েছেন যে, পড়াশোনার সত্যিই কোনও বয়স হয় না ।
অন্যদিকে, রাজেশ মিশ্র ফলাফলে খুশি হলেও তিনটি বিষয়ের নম্বর তাঁর প্রত্যাশামতো হয়নি বলে জানিয়েছেন । তাই, ৩টি বিষয়ের নম্বর রিভিউ করাবেন । তবে, সব মিলিয়ে এই বয়সে স্কুল পাশ করতে পেরে পাপ্পু খুবই খুশি । তাঁকে নিয়ে গর্বিত পরিবার ও এলাকার লোকজন এবং তাঁর সমর্থকরা ।